সোমবার , ৪ নভেম্বর ২০১৯ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Paris
নভেম্বর ৪, ২০১৯ ১১:২১ পূর্বাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বরগুনার পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের খাসতবক গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- খাসতবক গ্রামের মান্নানের ছেলে দেলোয়ার হোসেন (৬৫), তার ভাইয়ের ছেলে রাসেল (১৪) ও ভাইয়ের স্ত্রী হামিদা বেগম (৩৫)।

কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাদল পহলান জানান, দেলোয়ার সুপারি বাগানে সুপারি পাড়ার জন্য যান। এ সময় পল্লী বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকায় প্রথমে দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে রাসেল ও হামিদা এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সর্বশেষ - জাতীয়