পাত্তাই পায়নি অ্যান্ড্রয়েড পাই!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত আগস্টে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ‘অ্যান্ড্রয়েড ৯ পাই’ উন্মুক্ত হয়েছে। কিন্তু সংস্করণটি এত অল্প ডিভাইসে পৌঁছেছে যে, তা হিসাবের মধ্যেই ধরা পড়েনি।

আগস্ট মাসের শুমারীতে দেখা গেছে, বিশ্বে অ্যান্ড্রয়েড ওরিও ডিভাইসের সংখ্যা বেড়েছে। কিন্তু কমেনি নুগ্যাট ডিভাইসের সংখ্যা। মার্শম্যালো ডিভাইসের সংখ্যা কমেছে ১ শতাংশ, ললিপপ ডিভাইসের পরিমাণও কমেছে প্রায় ১ শতাংশ। অন্যান্য সংস্করণের সংখ্যায় তেমন পার্থক্য আসেনি।

এখনো বেশীরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে চলছে ৭ নুগ্যাট। তার পর আছে মার্শম্যালো, তার পর ললিপপ, এর পরে আছে ওরিও।

এমতাবস্থায়, গুগলকে কঠোর পদক্ষেপ নিতেই হবে। অ্যান্ড্রয়েড আপডেটের ব্যাপারে ফোন নির্মাতাদের গড়িমসির কারণে আজও বাজারে ২ বছর আগের সংস্করণ সবচেয়ে বেশি জনপ্রিয়, নতুন ফিচারগুলো ব্যবহারকারীদের হাতে পৌঁছাচ্ছে না।

জিএসএমএরিনা অবলম্বনে