শনিবার , ২৬ মার্চ ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাখি শিকারে গিয়ে মাটিচাপায় তিন শিশুর মৃত্যু

Paris
মার্চ ২৬, ২০২২ ৮:১৭ অপরাহ্ণ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটিচাপা পড়ে ৩ মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা সবাই ইসলামনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

নিহতরা হলেন- আব্দুস সালামের পুত্র নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের পুত্র সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের পুত্র কবির হোসেন (৯)।

নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণির ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

ভাটেরা ইউনিয়নের মেম্বার বদরুল ইসলাম ও নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার নিহত ৩ জন মিলে দুপুর আনুমানিক ১২টায় ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এ সময় টিলার মাটি ধ্বসে তাদের ওপর পড়ে যায়। সকালে বৃষ্টি হওয়ায় টিলার মাটি কিছুটা নরম ছিল।

স্থানীয় লোকজন ওই ৩ শিশু গর্তে ঢুকতে দেখেন এবং মাটি চাপাকালে তাদের চিৎকারে এগিয়ে আসেন। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

সূত্রঃ যুগান্তর

সর্বশেষ - জাতীয়