পাকিস্তান-ভারত সীমান্তে ফের গুলি, উত্তেজনা অব্যাহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাশ্মীর সীমান্তে আবারও পাকিস্তান ও ভারতের মধ্যে গুলি বিনিময় হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তান সেনাবাহিনী দাবি করছে, ভোর চারটার দিকে বাঘসার ও সামাহনি সেক্টরে ভারতীয় সেনারা গুলি ছোঁড়ে এবং এর জবাবে পাকিস্তানও গুলি ছুঁড়েছে।

 

অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী বলছে, আজ সকালের দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের নওসেরা সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি নিক্ষেপ করেছে পাকিস্তানি সেনারা। জবাবে ভারতীয় সেনারাও গোলাগুলি শুরু করে।

 

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দুই পক্ষের মধ্যে গোলাবর্ষণ চলছিল।

 

তবে এই গুলি বিনিময়ের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে।

 

এদিকে পাকিস্তানে ‘সন্ত্রাসীদের’ বিরুদ্ধে ভারত যে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর দাবি করেছে, তার প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়া।

 

বেসরকারি এক টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার কাদাকিন বলেন, “প্রত্যেক দেশেরই নিজেকে নিরাপদ রাখার অধিকার রয়েছে”।

 

অন্যদিকে পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, পাকিস্তান থেকে ভারতে আসা ১৯ জন তরুণী যেন নিরাপদে তাদের দেশে ফিরতে পারে সেদিকে তিনি লক্ষ্য রাখছেন।

সূত্র: বিবিসি বাংলা