পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, হতাহতের আশঙ্কা

তালেবানের ক্ষমতা দখলের উত্তেজনার মধ্যে এবার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবৈধ প্রবেশ ঠেকাতে পাকিস্তানি সীমান্ত রক্ষীরা গুলি চালায়। এতে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হয়েছে।

রুশ বার্তা সংস্থা স্পুটনিক নিউজ তালেবান সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে। বলা হয়েছে, আফগান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে তিন আফগান নাগরিক নিহত হয়েছে।

ঘটনার সময় অবৈধভাবে উত্তর-পশ্চিম পাকিস্তানের তোখাম চেকপয়েন্টের কাছে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে এই গুলি চালানো হয়। ১০ আফগান সীমান্ত অতিক্রম করতে গেলে গুলি চালায় পাকিস্তানি সেনারা।

তবে পাকিস্তানের সেনাবাহিনীর তথ্য ও জনসংযোগ বিভাগ দাবি করেছে, আফগান সীমান্তে সেনাবাহিনীর হামলায় একজন নিহত ও দুই জন আহত হয়েছে। তিন জনই সন্ত্রাসী বলে দাবি করা হয়েছে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন