পাকিস্তানে হাজার কোটি ডলারের তেল শোধনাগার স্থাপন করছে সৌদি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানে এক হাজার মার্কিন ডলার ব্যয় করে তেল শোধনাগার স্থাপন করার পরিকল্পনা করছে সৌদি আরব। শনিবার পাকিস্তানের জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ ভারত মহাসাগরের বন্দরটি পরিদর্শনে গিয়ে এই পরিকল্পনার কথা জানান।

মার্কিন সংবাদমাধ্যম  বলা হয়েছে, পাকিস্তানের গভীর সমুদ্র বন্দর গোয়াদার-এ তেল শোধনাগার স্থাপনের পরিকল্পনা জানায় সৌদি আরব।

মন্ত্রী খালিদ আল ফালিহ এ প্রসঙ্গে বলেন, পাকিস্তানের আর্থিক উন্নয়নের শরিক হতে চায় সৌদি আরব। সেই জন্যই বানানো হচ্ছে তল শোধনাগার। পাশাপাশি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অংশীদারও হতে চাই আমরা।

এছাড়া আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে আসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানান জ্বালানি মন্ত্রী খালিদ।

দেশের অর্থনীতি চাঙ্গা করতে নানা প্রকল্প হাতে নিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী।