‘পাকিস্তানে ঢুকে লস্কর প্রধানকে হত্যা করা উচিত’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উড়ি সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় সৈনিক হাওলাদার অশোক কুমার সিংয়ের বিধবা পত্মী সঙ্গীতা দেবি বলেছেন, ‘পাকিস্তানে প্রবেশ করে ভারতীয় সৈন্যদের উচিত লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ মুহাম্মদ সাইদকে হত্যা করা।’

 

নিয়ন্ত্রণ রেখা টপকে সন্ত্রাসী ঘাঁটিতে ভারতীয় সৈন্যদের হামলার ঘটনার প্রশংসা করেন সঙ্গীতা দেবী। তিনি বলেন, মার্কিন সৈন্যরা যেভাবে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করে হত্যা করেছে, ঠিক সেভাবে ভারতীয় সৈন্যদের উচিত হাফিজ মুহাম্মদ সাইদকেও হত্যা করা।

 

তিনি বলেন, সন্ত্রাসী ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলা চালানোয় তিনি ভীষণ সন্তোষ বোধ করেছেন। আনন্দও পেয়েছেন খুব। তিনি আরো বলেন, দেশের জন্য তিনি ও তার পরিবার প্রয়োজনে আরো আত্মত্যাগ করতে রাজি আছেন।

 

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, সঙ্গীতা দেবির ছেলে ও ভাতিজা বর্তমানে ভরতীয় সেনাবাহিনীতে কাজ করছেন। তিনি বলেন, পাকিস্তানে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের লক্ষ্য করে বোমা বর্ষণ করতে পধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বিধা করার কোনো প্রয়োজন নেই।

 

গয়ায় ল্যান্সনায়েক সুনীল বিদ্যার্থির বিধবা পত্মী কিরণ দেবি বলেন, আমি আমার স্বামীকে আর ফেরত পাবো না। কিন্তু সন্ত্রাসীদের ঘাঁটিতে ভারতীয় সৈন্যদের প্রতিশোধমূলক হামলার ঘটনাটি আমার জীবনে বেদনানাশক হয়ে উঠেছে। তিনি আরো বলেন, ‘এই হামলা আমার কানে গানের মুর্ছণা হয়ে বেজেছে।’

 

কিরণ দেবির বয়স ৪০-এর কোঠায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘একদিন আগে যদি এই প্রতিশোধমূলক হামলাটি চালানো হতো, তাহলে আমার স্বামীকে হারাতে হতো না।’ বিদ্যার্থির বড় মেয়ে আর্তি বলেন, ‘সন্ত্রাসীদের হত্যার জন্য আমাদের জওয়ানদের নির্দেশের অপেক্ষায় থাকা উচিত নয়।’ আর্তির বাবা তার মেয়েকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। ১৪ বছর বয়স্ক আর্তি বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়ে।

 

সিপাহী রাকেশ সিংয়ের এক আত্মীয় বলেন, ‘কমপক্ষে এক হাজার সন্ত্রাসীর মৃত্যু না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী মোদীর প্রদি আহ্বান জানাচ্ছি।’

সূত্র: রাইজিংবিডি