পাকিস্তানের সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ বাজওয়ার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

পাকিস্তানের চিফ অব আর্মি স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া এবার তার দেশের সেনা কর্মকর্তাদের রাজনীতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই কর্মকর্তাদেরকে রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি।

মূলত ইমরান খানের নেতৃত্বে থাকা পিটিআই দলের সেনাবাহিনী নিয়ে প্রোপাগান্ডার কারণেই এই নির্দেশ দিয়েছেন বাজওয়া বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, আসন্ন পাঞ্জাব নির্বাচনে পিটিআইকে হারাতে আইএসআই হস্তক্ষেপ করতে যাচ্ছে বলে প্রোপ্যাগান্ডা ছড়াচ্ছে ইমরান খানের দল। যদিও বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

এর আগে, সাবেক সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, পিটিআইকে পরাজিত করতে এই নির্বাচনে অদৃশ্য শক্তি কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করেন, তার দলের অনেক প্রার্থীই তাকে জানিয়েছেন যে, প্রায়ই অজ্ঞাত নাম্বার থেকে তাদের ফোন করা হয়।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন