পাকিস্তানের লাহোরে বিক্ষোভ এলাকায় বোমা বিস্ফোরণ, নিহত অন্তত ১০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পাকিস্তানের লাহোরে পাঞ্জাব অ্যাসেম্বলির সামনে চলমান এক বিক্ষোভে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩০ জন। এ ঘটনায় ডিআইজি ট্রাফিক ক্যাপ্টেন (অব.) মুবিন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তাছাড়া, সোমবারের এ বোমা বিস্ফোরণের ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর আরও বেশ ক’জন সদস্য হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

 
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব অ্যাসেম্বলির সামনে কেমিস্ট ও ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারারদের একটি বিশাল দল অ্যাসেম্বলির সামনে বিক্ষোভ করছিল। সেসময় কাছাকাছি থাকা একটি গাড়ি বিস্ফোরিত হয়। বিক্ষোভ চলার কারণে ওই এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে ডিআইজি ট্রাফিক মুবিন বিক্ষোভ এলাকায় যান। এলাকা ফাঁকা করানোর জন্য বিক্ষোভকারীদের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা করছিলেন তিনি।

 
খবর পেয়ে উদ্ধারকারী, দমকলকর্মীদের দল এবং কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে যায়। আহতদেরকে মায়ো হাসপাতাল ও গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হচ্ছে। লাহোরের সব হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন