শুক্রবার , ১ মার্চ ২০১৯ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পাকিস্তানের বিপক্ষে ভারত না খেললে ক্ষতি ১৭০ কোটি!

Paris
মার্চ ১, ২০১৯ ৪:৫৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কাশ্মীর হামলার জেরে আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের দাবি তুলেছেন ভারতীয়রা। তাতে সাঁয় দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। দাবি বাস্তবায়নে আটঘাট বেঁধে মাঠে ময়দানে নেমেছেন বোর্ড কর্তারা। বিশ্বকাপ থেকে পাকিস্তানকে বাদ দিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নাকি প্রস্তাব করেছেন তারা। এমনকি বিশ্ব ক্রিকেট থেকে পাকিস্তানকে একঘরে করারও দাবি জানানো হয়েছে!

শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখলে বড় ক্ষতির সম্মুক্ষীণ হবে আইসিসি। লোকসান গুনতে হবে প্রায় ১৭০ কোটি টাকা। আসছে ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। ১৬ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে হওয়ার কথা পাক-ভারত ব্যাট-বলের যুদ্ধ। সেই ম্যাচ বর্জনে তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। ক্রিকেট বিশ্বের বোর্ডগুলোর সমর্থন জোগাড়ে কূটনৈতিক লড়াইও শুরু করেছে বোর্ড।

বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার তথ্যমতে, ভারত-পাকিস্তান ম্যাচে শুধু টিকিট বিক্রি থেকে আসতে পারে ৩০-৪০ কোটি টাকা। ১৩০ কোটি টাকা আয় হতে পারে টিভি সম্প্রচার, বিজ্ঞাপন এবং অন্যান্য সত্ত্ব থেকে। সবমিলিয়ে ইন্দো-পাক মহারণ থেকে ১৭০ কোটি টাকা লাভ হতে পারে। নিয়মানুযায়ী, সব অর্থই জমা হওয়ার কথা আইসিসির কোষাগারে। তাই বাতিল হলে বড় লোকসানের মুখে পড়বে দুনিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

এমনকি ভারত-পাকিস্তানের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে ম্যাচ আয়োজন করলে লোকসানে পড়বে আইসিসি ও ভারতীয় বোর্ড। কারণ, তখন ভারতীয় ভূখণ্ডে ম্যাচের টিভি সম্প্রচারে বিজ্ঞাপনী আয়ে ২০০ শতাংশ জিএসটি (পণ্য-পরিষেবা কর) বসাতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে বেসরকারি টিভি চ্যানেলের পাশাপাশি আইসিসি এবং বোর্ডও ম্যাচ আয়োজন করলেও প্রবল ক্ষতির মুখে পড়তে পারে। সব মিলিয়ে ম্যাচ ঘিরে লাভ-লোকসানের পারদ ক্রমশ চড়ছে।

 

সর্বশেষ - খেলা