পাকিস্তানের দিক থেকে প্রবল গুলি বর্ষণ কাশ্মীরে

সিল্কসিটিনিউজ ডেস্ক: ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। শুক্রবার ভোরে পাকিস্তার দিক থেকে গুলিবর্ষণ শুরু হয়। জম্মু ও কাশ্মীদের পুঞ্চে এই গোলাগুলি চলে। ভারতীয় সেনার সেই গুলির যোগ্য জবাব দিচ্ছে।

বৃহস্পতিবার রাতেও জম্মুর পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ছোট অস্ত্র ও মর্টার শেলিং করে পাক সেনা। চলতি মাসে এই নিয়ে ২২ বার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান। বুধবার রাতেও সীমান্তে গোলাগুলি চালায় পাক সেনা।

বৃহস্পতিবার পাক হামলায় ২ ভারতীয় জওয়ান আহত হয়েছেন। তাঁদের নিকটবর্তী সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। সেনা জানিয়েছে, পাক হামলার যথাযথ প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় বাহিনীও। বুধবার দুপুর পৌনে তিনটে নাগাদ জম্মুর রাজৌরি জেলার ভিম্বর গলি সেক্টরে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ শুরু করেছিল পাক বাহিনী। একইসঙ্গে, পুঞ্চের বালাকোট সেক্টরে সীমান্তবর্তী ভারতীয় গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করে পাকিস্তান। সূত্র: কলকাতা ২৪