পাউলিনহোকে কিনে নিচ্ছে বার্সেলোনা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

পাউলিনহো ব্রাজিলের হয়ে খেলেন মাঝ মাঠে। যেখানে তাঁর সতীর্থ ছিল নেইমার। কিছুদিন আগে তিনি বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফরমার ফিতে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। আর পাউলিনহো যোগ দিতে চলেছেন নেইমারেরই সাবেক ক্লাব বার্সেলোনায়।

নতুন ক্লাবটির হয়ে অভিষেক হয়ে গেলো নেইমারের। অভিষেকে নিজে একটি গোল করেছেন এবং আরেকটি করিয়েছেন এডিনসন কাভানিকে দিয়ে। পিএসজিতে যখন ফুল ফোটাচ্ছিলেন নেইমার তখন ন্যূ ক্যাম্পে ছিল তাকে না পাওয়ার হাহাকার। ঘরের মাঠে যে বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে ১-৩ ব্যবধানে। নেইমারের অভাবটা বেশ স্পষ্টই হয়েছে। তাই তাঁর শুণ্যতা পূরণে পাউলিনহোকে দলে নিচ্ছে বার্সেলোনা।

চীনের গুয়াংজু এভারগ্রান্ডের কাছ থেকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পাউলিনহোকে কিনছে বার্সেলোনা।

এই অ্যাটাকিং মিডফিল্ডার এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলেছেন। ২০১৫ সালে যোগ দেন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে। এই ক্লাবের হয়ে দারুন পারফরম্যান্স প্রদর্শন করেন পাউলিনহো। ৯৫ ম্যাচে গোল করেন ২৫টি। এর পুরস্কার তিনি পেলেন বার্সার কাছ থেকে।