পশ্চিমারা আধিপত্য অর্জনের চেষ্টায় সফল হবে না: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা বিশ্বব্যাপী ‘আধিপত্য অর্জন এবং রাশিয়াকে ভেঙে ফেলার প্রচেষ্টায়’ সফল হবে না। বুধবার সকালে পুতিন এক সরকারি বৈঠকে একথা বলেন।

পুতিন টেলিভিশনে প্রচারিত ওই বৈঠকে বলেন, ‘পশ্চিমারা যদি মনে করে রাশিয়া পিছিয়ে যাবে, তবে তারা রাশিয়াকে বোঝে না। ’

রাশিয়ার প্রেসিডেন্ট রুশ অর্থনীতিতে আঘাত করার জন্য পশ্চিমাদের ঘোষিত নিষেধাজ্ঞার বিষয়েও কথা বলেন।

পুতিন বলেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানোর দরকার নেই এবং রাশিয়ার যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অর্থনীতি এবং ব্যবসার সব লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্থান রাশিয়ার রয়েছে। চ্যালেঞ্জ কেবল আমাদের গতিশীলই করবে। ’

 

সূত্রঃ কালের কণ্ঠ