পশ্চিমবঙ্গে টানা ১২ শো

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের শোবিজ তারকারা বাংলাদেশে এসে একের পর এক অনুষ্ঠানে পারফরম করেন, কনসার্ট করেন। এ নিয়ে দেশীয় তারকাদের অনেকেই বিভিন্ন সময়ে অসন্তোষ প্রকাশ করেন। দেশীয় শিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে, দেশের টাকা নিয়ে যাচ্ছেন ভারতের শিল্পীরা—এমন অনেক অভিযোগ দেশীয় তারকাদের। তবে নুসরাত ফারিয়া দেখিয়ে দিলেন মুদ্রার উল্টো পিঠ। দেশের চেয়ে পশ্চিমবঙ্গের স্টেজ শো নিয়েই দারুণ ব্যস্ত সময় পার করেন ‘পটাকা’ তারকা। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ভারতে টানা ১২টি স্টেজ শোতে পারফরম করেছেন তিনি। ফিরিয়ে দিয়েছেন সমানসংখ্যক শোয়ের প্রস্তাব। ৫ ডিসেম্বর মুর্শিদাবাদ; ৩০, ৩১ ডিসেম্বর ও ১২ জানুয়ারি কলকাতায় এবং ১৭ জানুয়ারি নদীয়ার স্টেজে দেখা গেছে তাঁকে। প্রতিটি শোতেই ছিল দর্শকের ভিড়। শুধু তাই নয়, আয়োজকরা ফারিয়াকে টার্গেট করেই করেছেন পোস্টার; পোস্টারে স্থানীয় শিল্পীদের চেয়েও ফারিয়ার ছবিটি রাখেন বড়। খ্রিস্টীয় নববর্ষ উদ্যাপনের এক ইভেন্টের পোস্টারে লেখা ছিল, ‘নুসরাত ফারিয়া ফিচারিং নিউ ইয়ারস ম্যাডনেস’।

গতকাল সন্ধ্যায় নদীয়া থেকে ফিরেই ফারিয়া বলেন, “ওখানকার মানুষ আমাকে দারুণ পছন্দ করে। সে কারণেই আয়োজকরা আমাকে প্রাধান্য দেন। এমন এমন জায়গায় শো করেছি, জায়গাগুলোর নাম পর্যন্ত মনে থাকে না। হাতে আছে আরো চার-পাঁচটি শো। ২৫ জানুয়ারির পর চাইলেও আপাতত আর শো হাতে নিতে পারব না, কারণ ‘শাহেনশাহ’। শামীম আহমেদ রনীর এই ছবির প্রচারণায় নামব সেদিনই।”