মঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পশুর হাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম থাকবে আরএমপি কমিশনার

Paris
আগস্ট ২২, ২০১৭ ৬:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
পশুর হাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম বসানো হবে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার এ তথ্য জানান।
কন্ট্রোল রুমগুলো থেকে  হাটে অজ্ঞান পার্টির দৌরাত্ম, ছিনতাই, পকেটমার, জালটাকা প্রতিরোধ, ট্রাফিক নিয়ন্ত্রণ করা ছাড়াও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা হবে।
সভায় আসন্ন ঈদ-উল-আজহায় রাজশাহী মহানগরীর আইনশৃঙ্থলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন আরএমপির নব নিযুক্ত এই পুলিশ কমিশনার।
সভায় আসন্ন ঈদ-উল-আজহায় নগরীর উপকণ্ঠে থাকা সিটি বাইপাস পশুর হাটের নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সে বিষয়েও আলোচনা করা হয়। এ ছাড়া শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য নিরাপত্তা ও মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হচ্ছে বলেও জানান আরএমপি কমিশনার।
সভায় আরএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে আরএমপির উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, উপ-কমিশনার (পশ্চিম) তোফায়েল আহমেদ, উপ-কমিশনার (পূর্ব) একেএম নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সভায় আরএমপি’র বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, র‌্যাব-৫ প্রতিনিধি, বিজিবি ব্যাটালিয়ন-১ এর প্রতিনিধি, সিটি করপোরেশনের প্রতিনিধি, রাজশাহী চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মো. মুনজুর রহমান (পিটার), সিটি বাইপাশ পশু হাটের ইজারাদার মো. আতিকুর রহমান কালু, সাহেব বাজার আরডিএ মার্কেটের সভাপতি রফিজুল ইসলাম, বৃহত্তর লক্ষীপুর ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আলমগীর হোসেনসহ মহানগরীর বিভিন্ন মার্কেটের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স/বি

সর্বশেষ - রাজশাহীর খবর