পর্যাপ্ত নিরাপত্তায় রাবিতে অনুষ্ঠিত হলো ঢাবির ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:
প্রথমবারের মতো ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে ও চার স্তরের নিরাপত্তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ঢাবির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে ‘ক’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১২টা পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানায়, শুক্রবার রাবি ক্যাম্পাসে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। শনিবার (২ অক্টোবর) ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ অক্টোবর ‘ চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবেন।

এদিকে, বেলা ১১টার কিছু পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ উর্ধতন কর্তৃপক্ষ পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার হলে শিক্ষার্থীদের ঢোকানো হয়। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিরোধে আগাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারসহ প্রয়োজনীয় তৎপরতার কারণে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে। ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রযুক্তির সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

উপাচার্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

এদিকে আগামী শনিবার রাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের পরীক্ষা। এরপর শুরু হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। ৯ই অক্টোবর চ ইউনিট,২২শে অক্টোবর গ ও ২৩শে অক্টোবর ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স/অ