পর্তুগাল প্রবাসী হিসেবে প্রথম করোনা টিকা পেলেন মাহবুবা

জহুরুল ইসলাম মুন, লিসবন:

পর্তুগালে প্রথম কোন বাংলাদেশী প্রবাসী হিসেবে করোনার টিকা পেয়েছেন মাহবুবা বেগম। বুধবার সকাল ১০ টার দিকে সেতুবলের মন্টিয়াগোতে ইরমিদস সাদো নামের ওল্ড হোম কেয়ারে ফাইজার-বোয়োএনটেকের এই টিকা দেওয়া হয়।

জানা যায়, মাহবুবা বেগম বাংলাদেশে বাড়ী ঢাকার মিরপুরের। তিনি বাংলদেশের মিরপুর স্কুল এন্ড কলেজের শিক্ষিকা। পর্তুগালে আসার পর থেকেই বিভিন্ন সমাজিক ও শিক্ষা কর্যক্রমের সাথে জড়ীত ছিলেন। বর্তমানে রেড ক্রিসেন্ট, ওল্ড হোম কেয়ার ও স্থানীয় একটি স্কুলের সাথে কাজ করছেন। সামাজিক কাজে জরিত থাকার স্বীকৃতি হিসেবে টিকা পেলেন তিনি।

অন্যদিকে, প্রাবাসীদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে পর্তুগাল সরকার । তারা স্থানীয় হাসপাতালের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে  বলে জানা গেছে। সেন্টার দ্যা সাউদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন পর্তুগালের স্বাস্থ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর থেকে করোনা টিকা প্রাদান কার্যক্রম শুরু করেছিল পর্তুগাল সারকার।