পর্তুগালের জয়ের ম্যাচে ‘নায়ক’ আজারবাইজানের গোলরক্ষক

সিল্কসিটিনিউজ ডেস্ক: জয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলেও সমর্থকদের মন ভরাতে পারেনি পর্তুগাল। সমর্থকদের হতাশ করেছেন সিআর সেভেন তারকা রোনাল্ডো।

অপেক্ষাকৃত অনেক দুর্বল দল আজারবাইজানের বিপক্ষে সৌভাগ্যক্রমে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নরা। তাও আবার ঘরের মাঠে!

ফিফা র‌্যাংকিংয়ে ১০৮তম দল আজারবাইজান আর সেখানে পর্তুগালের অবস্থান পঞ্চম। বিশ্বসেরা তারকা গোল মেশিন রোনাল্ডোকে নিয়েও একবারও আজারবাইজানের গোলমুখ খুলতে পারেনি পর্তুগাল। জিততে হলো প্রতিপক্ষের আত্মঘাতী গোলে!

এমন জয়ে আনন্দের চেয়ে হতাশাই বেশি।

বুধবার তুরিনে জুভেন্টাসের মাঠে ‘এ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল।  অথচ বলদখলের লড়াইয়ে সবসময় এগিয়ে ছিল পর্তুগালই। কিন্তু ডিবক্সে গিয়ে প্রতিবারই আজারবাইজান গোলরক্ষক শাহরুদিন মোহাম্মদালিয়েভের কাছে পরাস্ত হয়েছেন রোনাল্ডোরা।

ম্যাচের ১০তম মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পান ২০১৬ ইউরো চ্যাম্পিয়নরা। প্রথমে রুবেন নেভেসের জোরালো সোজাসুজি শট কোনোমতে ফেরান গোলরক্ষক শাহরুদিন। কয়েক সেকেন্ড পর জোয়াও কানসেলোর কোনাকুনি শটও ঝাঁপিয়ে ফেরান শাহরুদিন।

এর কিছুক্ষণ পরেই জুভেন্টাস তারকা রোনাল্ডোর ক্রসে দোমিনগোস দুয়ার্তের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৩৬তম মিনিটে মিডফিল্ডার নেভেসের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শটও ঝাঁপিয়ে ফেরান মোহাম্মদালিয়েভ।

পরের মিনিটে আজারবাইজানের আকাশ দুর্ভাগ্যের কালো মেঘে ঢেকে যায়। নেভেসের ক্রস ঠেকাতে ঝাঁপিয়ে বলকে কোনোমতে দূরে ঠেলে দেন গোলরক্ষক। কিন্তু বল পাশেই দাঁড়ানো মেদভেদেভের বুকে লেগে গড়িয়ে জালে ঢুকে পড়ে।

আত্মঘাতী গোলে ১-০ তে লিড পেয়ে বিরতিতে যায় পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে ফিরেও ওই একই চিত্র।  পর্তুগাল তারকাদের নেওয়া সব শটই ব্যর্থ হয়। গোটা ম্যাচে মোট ২৯টি শট নেয় পর্তুগাল, যার ১৪টি লক্ষ্যে গেলেও তা রুখে দিয়েছেন আজারবাইজান গোলরক্ষক শাহরুদিন মোহাম্মদালিয়েভ।