রবিবার , ২৮ জানুয়ারি ২০১৮ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পরীক্ষার সময় কোচিং সেন্টার খুলে রাখার দাবিতে সংবাদ সম্মেলন

Paris
জানুয়ারি ২৮, ২০১৮ ১০:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি জানিয়েছে নওগাঁ জেলা কোচিং সেন্টার অ্যাসোসিয়েশন (এনডিসিএ)। রোববার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনডিসিএ-এর সভাপতি আখতারুজ্জামান খান। লিখিত বক্তব্যে বলা হয়, ‘পত্র-পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে সরকার পরীক্ষার সময় কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আমরা দোদুল্যমান ও বিভ্রান্তিমূলক অবস্থায় পড়ে গেছি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আখতারুজ্জামান আরও বলেন, ‘সরকার পরীক্ষার সময় সারা বাংলাদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। কেননা প্রশ্ন ফাঁসের ঘটনায় নওগাঁর মতো মফস্বল শহরের কোচিং সেন্টারগুলো কোনোভাবেই জড়িত না। অতীতে এ ধরণের কর্মকা-ের কোনো প্রমাণও মিলেনি। দীর্ঘ এক মাস ধরে কোচিং সেন্টার বন্ধ থাকলে শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়বেন। এতে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুক্ষীন হবে। তাই আমাদের দাবি, পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।’

এ সময় জেলা কোচিং এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান সবুজ, সদস্য মোঃ ইমরুল কায়েস খান, সাদিয়াতুননেছা, সাধন সাহা, মোঃ ওয়াহেদ আলী, ইমতিয়াজ চৌধুরী, মোঃ আব্দুল কাদের, কাজি জাকারিয়া, মোঃ জহুরুল ইসলাম, মোঃ রেজাউল ইসলাম, মোঃ ফারুক হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ ছারোয়ার আলম উপস্থিত ছিলেন।

কোচিং সেন্টার অ্যাসোসিয়েশনের এ দাবির বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান সিল্কসিটি নিউজকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং সভার সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নির্দেশনা ইতোমধ্যে আমাদের কাছে চলে এসেছে। এই সিদ্ধান্ত অবশ্যই সবাইকে মানতে হবে। সরকারি সিদ্ধান্ত অমান্য করে কেউ কোচিং সেন্টার খুলে রাখলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
স/শ

সর্বশেষ - রাজশাহীর খবর