পরিসেবা বাড়াল জোবাইক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে এবার নিজেদের পরিসেবা বাড়াল দেশের প্রথম বাইসাইকেল শেয়ারিং প্লাটফর্ম জোবাইক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কক্সবাজারে পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে ওই দুটি স্থানেই পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

চলতি মাসের প্রথম দিন থেকে এই সেবার পরিসর বাড়ানোর ঘোষণা দিয়েছে জোবাইক। শুধু তাই নয়, অ্যাপে জায়গা দুটিতে নতুন আরো ১০০ বাইসাইকেল যুক্ত করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যাপে নতুন সাইকেল সংযুক্তির পাশাপাশি পরিসেবার সময় সীমাও বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। জাহাঙ্গীরনগরের ব্যবহারকারীরা সকাল আটটা থেকে রাত দশটা এবং কক্সবাজারের গ্রাহকরা প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাইকেল ব্যবহারের সুযোগ পাবেন।

জোবাইকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মেহেদী রেজা বলেন, জাহাঙ্গীরনগর এবং কক্সবাজারে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অ্যাপের কাভারেজ এবং টাইমলাইনে পরিবর্তন আনা হয়েছে।

দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং আবাসিক এলাকায় জোবাইকের পরিসেবা চালু করা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

গত জুন মাসে কক্সবাজার থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে দেশের প্রথম স্মার্টফোন ভিত্তিক বাইসাইকেল শেয়ারিং সেবা জোবাইক।