পবা উপজেলা নির্বাচন: ভোট গ্রহণ শেষে চলছে গণনা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবা উপজেলায় পঞ্চম পর্যায়ে পরিষদ নির্বাচনের ভোট গণনা চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে এক যোগে পবা ‍উপজেলার ভোটগ্রহণ শুরু হয়।
বিকেল চারটা পর্যন্ত রাজশাহী মেট্রোপলিটন এলাকার আওতাধীন ১০ টি থানাধীন ৭৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়। এখন চলছে গণনার কাজ।

প্রসঙ্গত, রাজশাহীর পবা উপজেলা নির্বাচনে ৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৬৮টি ঝুঁকিপূর্ণ। আর ১১টি সাধারণ ভোট কেন্দ্র বলে জানানো হয়েছে,রাজশাহী মেট্রোপলিন পুলিশের পক্ষ থেকে।

এই উপজেলায় মোট ভোটার ২ লাখ ২৮ হাজার ১২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ১৪ হাজার ৪৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৩ হাজার ৬৭১ জন। তবে নারী ভোটারের চেয়ে এই উপজেলায় পুরুষ ভোটারের সংখ্যাই বেশি।

স/অ