বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০১৬ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পবার হরিপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Paris
সেপ্টেম্বর ২২, ২০১৬ ১২:১০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পবা উপজেলার হরিপুরে বজ্রপাতে আইয়ুব আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

নিহত আইয়ুব আলী হরিপুরের গোহমাবোনা বাগানপাড়ার মোজাম্মেল হকের ছেলে। ঘটনার পর নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।

 

পবার উপজলোর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল জানান, আইয়ুব আলী মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান।

 

বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।

 

তিনি জানান, ঘটনার খবর পেয়ে রাজশাহী জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা সরকারি অনুদান দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- পবা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম আশরাফুল হক তোতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম হোসেন।

স/আর

সর্বশেষ - রাজশাহীর খবর