পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসবে আজ

পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বসতে বাকি আর মাত্র তিনটি। বাকি ৩টি স্প্যানের মধ্যে আজ শুক্রবার সেতুতে বসানো হবে ৩৯তম স্প্যান ‘টু-ডি’।

সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ ও ১১ পিয়ারে এটি বসানো হবে। এর ফলে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার অংশ। ৩৮তম স্প্যান বসানোর ছয় দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসানো হচ্ছে। আর চলতি নভেম্বর মাসে এ নিয়ে সেতুতে মোট ৪টি স্প্যান বসানোর কাজ সম্ভব হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার পর আগামী ২০২১ সালেই তা খুলে দেয়া হবে।

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন