শনিবার , ১৫ জুন ২০২৪ | ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরি
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পদ্মা সেতুতে মানুষের ঢল, এক দিনে ৫ কোটি টাকার টোল আদায়

Paris
জুন ১৫, ২০২৪ ১০:০৫ অপরাহ্ণ

 

সিল্কসিটি নিউজ ডেস্ক

ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়ায়। পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন তারা। সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যান পারাপার করেছে গতকাল শুক্রবার। সেখান থেকে টোল আদায় হয়েছে প্রায় ৫ কোটি অর্থাৎ ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

শনিবার সকালে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সরেজমিন পরিদর্শনে এসে এ তথ্য জানান সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মঞ্জুর হোসেন।

পদ্মা সেতুর টোল প্লাজা ঘিরে আজ সকাল থেকেই ছিল লম্বা লাইন। প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, বাস-ট্রাক সব ধরনের যানবাহনই সেতু দিয়ে পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল।

আজ ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বাড়ার পর তা কমে আসে। তবে কখনো কখনো যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হয়। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

 

 

সর্বশেষ - জাতীয়