পদ্মা নদীতে ৩ দিন ধরে শিশু শিক্ষার্থী নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
পদ্মা নদীতে গোসল করতে গিয়ে প্রথম শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পাঁকা ইউনিয়নের দশরশিয়ায় এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিক্ষার্থী হলো- পাঁকা ইউনিয়নের কটাপাড়া গ্রামের সোহরাওয়াদী হোসেনের ছেলে আলামিন হোসেন (৮)।

আলামিনের বাব-মা জানান, গত রোববার দুপুরে আলামিনের বন্ধু ও একই গ্রামের কামরুলের ছেলে আজমাইল (৭) ও লিয়াকতের ছেলে সাকিব খান পার্শ্বর্তী দশরশিয়া বাজারঘাট এলকায় গোসল করে ঘাট হতে উঠার সময় আলামিনের হাত থেকে গামছা নদীতে পড়ে গেলে গামছা ধরতে গিয়ে নিখোঁজ হয়। ঘটনাটি সাকিব ও আজমাইল বাড়ি এসে আলামিনের পিতা-মাতাকে বললে ঘটনাটি জানাজানি হয়।

স্থানীয় ডুবুরী ইউসুফ আলি সেলিম, তরিকুলসহ ১০ থেকে ১৫ জন বিকাল আড়াই হতে খোঁজাখুঁজির পরও খোঁজ পাওয়া যায়নি।

স/অ