তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএমডিএ’র সাবেক সচিবের ছেলে ধরা

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারীসহ এক যুবককে আটক করেছে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ। শুক্রবার (০২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এসময় বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বর্তমানে দুই নারীসহ ওই যুবক চন্দ্রিমা থানা পুলিশ হেফাজতে রয়েছে।

 আটককৃত যুবকের নাম মো. মাহাদী ইমতিয়াজ ইমন (৩০)। তিনি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র সাবেক সচিব আজিজুর রহমানের ছেলে বলে জানা গেছে। 

এদিকে  থানার ভেতরে পুলিশের উপস্থিতিতেই হৃদয় নামের এক যুবক আটককৃতদের ছাড়িয়ে নিতে আল্টিমেটাম দিয়েছে বলে জানা গেছে।

আটকের বিষয়টি স্বীকার করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুম মুনির বলেন, ‘আমরা জানতে পারি যে, পদ্মা আবাসিক এলাকায় এক যুবক বাড়িতে মেয়ে নিয়ে গিয়ে অসামাজিক কার্যকলাপ করছে। পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে দুই নারীসহ যুবকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমরা তাদেরকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছি। ’ জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (০৩ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এএইচ/এস