পদ্মার ভাঙনে ভেসে গেছে ২ ফেরীঘাট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে অব্যাহত পদ্মা নদীর ভাঙন আর তীব্র স্রোতের কারণে দৌলতদিয়ার ৪টি ঘাটের মধ্যে দুটি ঘাট ভেসে গেছে। ভেসে যাওয়া ঘাট দুটি হচ্ছে ১ ও ৪নং ফেরীঘাট।

রোববার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সীমিত আকারে যান চলাচল করছে। যেকোনো সময় বাকি দুটি ঘাটও ভেসে যেতে পারে। আর এ দুটি ঘাট ভেসে গেলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

বিআইডাব্লিউটিসি এর দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, পদ্মা নদীতে কয়েকদিন ধরেই বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আর এ কারণে অব্যাহত নদী ভাঙন ও তীব্র স্রোতের মাত্রা বেড়েই চলছে। আজ ভোরে ১ ও ৪ নং ফেরী ঘাট দুটি ভেসে গেছে। যেকোনো সময় বাকি ২টি ফেরী ঘাটও ভেসে যেতে পারে। সমস্যাটি সমাধান করার জন্য আন্তরিকতার সাথে সবাই কাজ করছে।

 

সূত্র: বাংলামেইল