পদ্মার এক কাতলের দাম অর্ধ লাখ টাকা

গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি বড় সাইজের কাতল মাছ।  মাছটি ৫২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় জেলে মনির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, জেলে মনির হালদার মাছটি বিক্রির জন্য দুপুরে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ সর্বোচ্চ ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করেন। পরে তিনি মোবাইল ফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার টাকা কেজি দরে মোট ৫২ হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মায় পানি কমতে শুরু করায় এখন নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। পদ্মার এ ধরনের বড় বড় মাছের চাহিদা অনেক। এ ক্ষেত্রে দাম কোনো বিষয় না।

 

সূত্রঃ যুগান্তর