রাজশাহীর পদ্মা পাড়ের সীমান্ত বাতায়নে প্রবেশে দিতে হবে ৫ টাকা!

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পদ্মাপাড় সংলগ্ন বিজিবি নির্মিত সীমান্ত বাতায়নে প্রবেশ করতে দর্শনার্থীদের গুনতে হচ্ছে ৫ টাকা করে।  এ বাতায়ন নির্মানের পর তা সকলের জন্য উন্মুক্ত হলেও এখন থেকে জনপ্রতি ৫ টাকা করে প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পদ্মা পারে ঘুরতে আসা দর্শনার্থীরা।

দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, পদ্মা পাড়ে মানুষ পরিবার পরিজন অথবা বন্ধু বান্ধব নিয়ে একটু বিনোদনের জন্য বেড়াতে আসে। বিজিবি’র পক্ষ থেকে সৌন্দর্য মন্ডিত একটি ভবন বাতায়ন নির্মান করা হয়েছে যেখানে সুন্দর একটি মুহুর্ত উপভোগ করতে পারা যায়। বিজিবি’র সীমান্ত অবকাশের খাবারগুলোই এ বাতায়নে গিয়ে অর্ডার করেন অনেকে। তবে কেন এখানে প্রবেশে অতিরিক্ত ফি প্রদান করতে হবে।

এ নিয়ে সমালোচনার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। ফেসবুকে বিভিন্ন ব্যাক্তিগত প্রফাইল ও রাজশাহীর বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে এ বিষয়ে উঠে আসে নানা ক্ষোভ ও প্রতিবাদ। ফেসবুক ইউজারগণ বিষয়টির তীব্র প্রতিবাদ জানান।