পদোন্নতিতে ‘বৈষম্য’, সুপ্রিম কোর্টে ভারতের ১০০ সেনা অফিসার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে প্রতিরক্ষা মন্ত্রকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ভারতীয় সেনার ১০০ অফিসার। যে অফিসাররা বাহিনীর সার্ভিসেস কোর-এ রয়েছেন, তাঁদের পদোন্নতির সুযোগ অত্যন্ত কম বলে অভিযোগ করেছেন মামলাকারীরা। সেনা এবং কেন্দ্রীয় সরকারের এই নীতি সার্ভিসেস কোরের আধিকারিকদের প্রতি ‘সাংঘাতিক বৈষম্যমূলক’ এবং বাহিনীর মনোবল তথা দেশের নিরাপত্তার জন্য সরকারের এই নীতি অত্যন্ত ক্ষতিকর— সুপ্রিম কোর্টকে জানিয়েছেন মামলাকারী সেনা আধিকারিকরা।

লেফটেন্যান্ট কর্নেল পি কে চৌধুরী মূল মামলাকারী। অন্য অফিসাররা সহ-আবেদনকারী। সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে সেনা অফিসাররা বলেছেন, বাহিনীর কমব্যাট আর্মস কোরে যে ভাবে পদোন্নতি হয়, সার্ভিসেস কোরকেও যদি সেই ভাবেই পদোন্নতির সুযোগ না দেওয়া হয়, তা হলে অপারেশনাল এরিয়া-তে কমব্যাট আর্মস কোরের পাশাপাশি সার্ভিসেস কোরকে যেন মোতায়েন না করা হয়। সর্বোচ্চ আদালতের সামনে মামলাকারীদের এই আর্জি প্রতিরক্ষা মন্ত্রককে যথেষ্ট উদ্বেগে রাখছে বলে নয়াদিল্লি সূত্রের খবর।

মামলাকারীরা সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন, বিভিন্ন অপারেশনাল এরিয়ায় বাহিনী মোতায়েন করার প্রশ্ন যখন ওঠে, তখন কমব্যাট আর্মস কোরের মতো সার্ভিসেস কোরকেও ‘অপারেশনাল ফোর্স’ হিসেবে ধরা হয়। কিন্তু পদোন্নতির প্রশ্ন যখন আসে, তখন সার্ভিসেস কোরকে ‘নন-অপারেশনাল ফোর্স’ গোত্রে ফেলে দেওয়া হয়। বাহিনীর তথা মন্ত্রকের এই নীতি চূড়ান্ত বৈষম্যমূলক, দাবি মামলাকারী অফিসারদের।

২০১৬-র ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট সার্ভিসেস কোর আধিকারিকদের অন্য একটি মামলার নিষ্পত্তি করে। সার্ভিসেস কোরকে খুব কম সংখ্যক কর্নেল পদ বরাদ্দ করা হয়, ফলে মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল স্তরের আধিকারিকরা পদোন্নতির সুযোগ পান না— সুপ্রিম কোর্টকে সে বার এমনই জানিয়েছিলেন সার্ভিসেস কোর অফিসাররা। সেই মামলার রায় নিয়ে কোনও প্রশ্ন না তুলেই নতুন মামলাটি করেছেন ১০০ অফিসার। কমব্যাট আর্মস কোরকে যে পরিমাণ ‘আত্মত্যাগ’ করতে হয়, সার্ভিসেস কোরের ‘আত্মত্যাগ’ তার চেয়ে বেশি না হলেও, কোনও অংশে কম নয়। এমনই জানিয়েছেন মামলাকারীরা। সেই কারণে বাহিনীর এই দুই অংশেই পদোন্নতির সুযোগ সমান হওয়া উচিত বলে তাঁরা দাবি করেছেন।

যদি সার্ভিসেস কোরে পদোন্নতির সুযোগ কমব্যাট আর্মস কোরের সমান না হয়, তা হলে অপারেশনাল এরিয়ায় সার্ভিসেস কোরকে মোতায়েন করায় নিষেধাজ্ঞা জারি করুক আদালত। সুপ্রিম কোর্টে এমনই আর্জি জানানো হয়েছে। সদ্য প্রতিরক্ষা মন্ত্রী পদে বসা নির্মলা সীতারামনের জন্য এই মামলা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই রাজনৈতিক শিবির মনে করছে। আনন্দবাজার