পত্নীতলা ইউএনও রুমানার বদলির খবরে মিষ্টি বিতরণ

সিল্কসিটি নিউজ ডেস্ক :
কেন মিষ্টি বিতরণ করা হচ্ছে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ইউএনও রুমানা আফরোজের হঠকারিতা, অনিয়ম ও স্বেচ্ছাচারী আচরণে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরেই পত্নীতলার আপামর জনসাধারণ তার বদলি বা প্রত্যাহার কামনা করছিলেন।

তারা আরও জানান, সরকারি বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন, বালু মহাল ও নাগরিক সেবা দিতে ইউএনও রুমানা আফরোজের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ আছে। তার হটকারী সিদ্ধান্তের কারণে অনেক মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত ২৪ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসনের এক প্রজ্ঞাপনে ইউএনও রুমানা আফরোজের বদলির আদেশ হয়েছে। তার পরবর্তী কর্মস্থল বগুড়া জেলার শেরপুরে।

এদিকে একই আদেশে পত্নীতলা উপজেলায় নতুন ইউএনও হিসেবে মোহাইমেনা শারমীনকে যোগদান করতে বলা হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।