পত্নীতলায় হোম কোয়ারেন্টিন না মানায় মালেশিয়া প্রবাসীর জরিমানা

পত্নীতলা প্রতিনিধিঃ

নওগাঁর পত্নীতলায় হোম কোয়ারেন্টিন না মেনে বাহিরে ঘোরাঘুরির জন্য রাসেল (২৫) নামে এক মালেশিয়া প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুর সড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন সরকার এ জরিমানা আদায় করেন।

দন্ডপ্রাপ্ত রাসেল উপজেলার পত্নীতলা ইউনিয়নের সন্তোষ পাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

জানা গেছে, গত এক সপ্তাহ আগে মালেশিয়া থেকে দেশে ফিরেই গ্রামের বাড়ি চলে আসেন। পরে তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তিনি সেটি না মেনে জনসমক্ষে ঘোরাফেরা করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে তাকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা ডা. খালিদ সাইফুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স/অ