পত্নীতলায় রাস্তায় সক্রিয় পুলিশ: বিকেল ৫টার পর দোকানপাট বন্ধ, চলাচলে নিষেধাজ্ঞা

পত্নীতলা প্রতিনিধিঃ

দেশে করোনার ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় নওগাঁর পত্নীতলায় পুলিশের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী ০৫ এপ্রিল রোববার থেকে থানা পুলিশ বিকেল ৫টার মধ্যে ওষুধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করেছে এবং বন্ধ করে দিয়েছে মানুষ ও যান চলাচল।

থানা পুলিশ বিকেল ৫টায় উপজেলার প্রধান প্রধান মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

এদিকে আজ সোমবার উপজেলা সদরের বড় সাপ্তাহিক হাট পুলিশি বাধার কারণে লাগতে দেওয়া হয়নি বলে জানা গেছে।

সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলা পৌর সদর নজিপুর চারমাথা বাসষ্ট্যান্ডে গিয়ে দেখা গেছে সেখানে সতর্ক অবস্থানে পুলিশ। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। এ সময় বাসষ্ট্যান্ড ছিল জনমানবশুন্য। জরুরী প্রয়োজনে যারা বের হয়েছেন তাদের বাড়িতে চলে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার চক্রবর্তী জানান, মানুষকে ঘরে রাখতে আমরা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মানুষ কথা না মানলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স/অ