পতাকা বিক্রিতেই আত্মতৃপ্তি

নিজস্ব প্রতিবেদক:

চলছে বিজয়ের মাস ডিসেম্বর। আর ক’দিন পরেই দেশবাসী পালন করবে মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহানস্বাধীনতা যুদ্ধে জীবনবাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালি জাতি। ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা। তাই বিজয়ের মাসে জাতীয় পতাকা বিশেষ গুরুত্ব বহন করে।

ওইদিন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ দোকানপাট সর্বত্র পৎ পৎ করে উড়বে লাল সুবজের জাতীয় পতাকা। এমাসে নগরীতে আগমন ঘটে ভ্রাম্যমাণ পতাকা বিক্রেতার।

গতকাল শুক্রবার সকালে নগরীর আলুপট্টি এলাকায় দেখা যায়, পতাকা বিক্রেতা আজাদকে। তিনি জানান, প্রতিবছর বিজয়ের মাসেই তিনি পতাকা বিক্রি করেন। এছাড়াও মার্চ মাস এলেই তিনি ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করেন।

দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় একটা বাঁশের লাঠির সঙ্গে বিভিন্ন মাপের লাল-সবুজের পতাকা বেঁধে হেঁটে হেঁটে বিক্রি করছেন। এসকল পতাকার মাপ অনুযায়ি বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে।

নগরীর কুমারপাড়া এলাকায় পায়ে হেটে পতাকা বিক্রি করছিলেন রেজাউল। তিনি বলেন, ‘স্বাধীনতা ও বিজয়ের মাসে পতাকা বিক্রি করে আত্মতৃপ্তি পায়। পতাকাগুলো ১০ থেকে শুরু করে দুই’শ থেকে তিন’শ টাকা দরে বিক্রি করছেন।’

 

স/আ