পঞ্চায়েত ভোটের মুখে শাসককে ধাক্কা দিয়ে শক্তিবৃদ্ধি বিজেপির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পঞ্চায়েত নির্বাচনের আগে দল ভাঙা-গড়ার খেলা অব্যাহত৷ পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ও বামফ্রন্টের অন্যতম শরিক সিপিআইয়ের একাধিক কর্মী নিজেদের দল ছড়ে বিজেপিতে যোগ দিলেন৷

গড়বেতা-২ ব্লকের মৎস‍্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষা সন্ধ্যা সিংয়ের নেতৃত্বে ৫০০ জন তৃণমূল কর্মী এবং অল ইন্ডিয়া যুব ফেডারেশনের জেলা সম্পাদক মনোজ দে-র নেতৃত্বে ৩০০ জন সিপিআই কর্মী বিজেপিতে যোগদান করেন৷ এছাড়া মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী সন্দীপ সরকার ও জয়দীপ সরকার বিজেপিতে যোগ দেন।

মঙ্গলবার তৃণমূল ও সিপিআই থেকে একাধিক মানুষ বিজেপিতে যোগ দেওয়ায় পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শক্তিবৃদ্ধি হল বলে মনে করছে জেলা বিজেপি নেতৃত্ব৷ পশ্চিম মেদিনীপুরের বিজেপি সভাপতি শমিত কুমার দাস বলেন, ‘‘এই তো শুরু যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে শাসক দল তত ভাঙ্গবে৷ আর বিজেপির ছাতার তলায় আশ্রয় নেবে। লোকসভা নির্বাচনের সময় দেখবেন তৃণমূলের ঝান্ডা ধরার লোক খুঁজতে হবে৷’’

তবে এদিন যারা বিজেপিতে যোগ দিলেন তারা কেউ পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হবে কি না জানতে চাইলে শমিতবাবু বলেন, ‘‘সে ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে৷ যদি প্রার্থী হওয়ার যোগ্যতা থাকে তবে তিনি বিবেচিত হবেন৷’’
এদিন সদ্য বিজেপিতে যোগ দওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক৷ উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক সৌমেন তেওয়ারি, সম্পাদক মদন রুইদাস, কোষাধ্যক্ষ শুভাশিস পণ্ডিত-সহ জেলার অন্য নেতারা৷

Kolkata24x7