পঞ্চগড়ে বজ্রাঘাতে নিহত ২ আহত ৫

সিল্কসিটিনিউজ ডেস্ক: পঞ্চগড়ের জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে বজ্রাঘাতে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। বজ্রপাতের কারণে এক বাড়িতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানরা এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সদর ইউনিয়নের ভূষিভিটা এলাকার পসির উদ্দীনের ছেলে সোহেল রানা (১৯) এবং বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ফুলতলা নতুন বন্দর এলাকার আব্দুল কাদেরের ছেলে কৃষক নাসিরুল ইসলাম (৪২)।

আহতরা হলেন- সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের বীরপাড়া এলাকার ফয়জান বেগম (৬০), রাবেয়া খাতুন (৪০), মর্জিনা খাতুন (১৪), মোস্তাফিজুর রহমান (১২) এবং চানপাড়া গ্রামের আমিনা খাতুন (২৬)। এদিকে পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী এলাকায় বজ্রপাতে গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন লাগে।

বেংহারী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকালে মুষলধারে বৃষ্টির সময় বাড়ির পাশে রোপা আমন ক্ষেতে কাজ করছিলেন নাসিরুল। এসময় হঠাৎ বজ্রপাতে আহন তিনি। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সদর ইউপি চেয়ারম্যান জাহেদুল হক জানান, একই সময় সদর ইউনিয়নের ভূষিভিটা এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা নামে এক যুবক।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. তৌহিদুর রহমান জানান, বজ্রঘাতে আহত মোট ৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে এক কৃষক মারা যান। আর বাকি ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

সূত্র: বাংলাট্রিবিউন