শুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় ৩ পুলিশকে গণধোলাই

Paris
নভেম্বর ২৯, ২০১৯ ১:৫১ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

টাঙ্গাইলে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর সময় পুলিশের এক এএসআইসহ তিন সদস্যকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার হতিয়া রাজাবড়ির গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন, মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল ও পুলিশের সোর্স হাসান।

জানা গেছে, আটক পুলিশ সদস্যরা গাবিলার বাজারে গিয়ে হতিয়া রাজাবাড়ির ভাতকুড়াচালার ফরহাদ মিয়ার ছেলে বজলুকে পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে।

এ সময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের আটক করে রাজাবাড়ি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যায়। সেখানে তাদের গণধোলই দিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়।

খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর থানার টান পলাশতলী গ্রামের বাছেদ মিয়ার ছেলে আনোয়ারের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে বলে এলাকাবাসী অভিযোগ করেন।

মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ - জাতীয়