নড়াইলে পাওয়া ঘড়িয়াল রাজশাহীর পদ্মা নদীতে অবমুক্ত

ঘড়িয়ালটি অবমুক্ত করার সময় রাজশাহী বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর, ওয়াইল্ড রেঞ্জার হেলিম রায়হান, ফরেস্টার মো. মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবীর বলেন, গত ২৮ নভেম্বর ঘড়িয়ালটি নড়াইলের কালিয়া উপজেলার নওয়া গ্রামের জেলেদের জালে আটকা পড়ে। পরে খুলনা বন বিভাগ জেলেদের কাছ থেকে ঘড়িয়ালটি উদ্ধার করে রাজশাহী বন বিভাগের কাছে পাঠায়।

তিনি বলেন, নবগঙ্গা একটি ছোট নদী। সে জন্য সেখানে অবমুক্ত করা হয়নি। বংশবিস্তারের সুবিধার্থে রাজশাহীর পদ্মা নদীতে এটি অবমুক্ত করা হয়। এখানে আরও ঘড়িয়াল রয়েছে। প্রথম আলো