ন্যু ক্যাম্পে মেসি-রোনালদোর লড়াই

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সোমবার দিবাগত রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও জুভেন্টাস। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ দুই ক্লাবের লড়াই ছাপিয়ে ম্যাচের মূল আকর্ষণ সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। একসময় নিয়মিত দুই মহাতারকার লড়াই হলেও, এখন আর সেটি নিয়মিত হয় না।

মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষাটা অবশ্য বেড়েছে দর্শকদের। অক্টোবরে গ্রুপপর্বের ১ম লড়াইয়ে ছিলেন না রোনালদো। করোনা পজিটিভ থাকায় সেবার খেলতে পারেননি পর্তুগিজ তারকা।

অবশ্য আগেই বার্সেলোনা এবং জুভেন্তাস উভয় দলই শেষ ষোলো নিশ্চিত করেছে। গ্রুপ ‘জি’ তে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বার্সা সবার উপরে। মূলত রোনালদো-মেসির লড়াইয়ের জন্যই ম্যাচটার গুরুত্ব বাড়ছে। মঙ্গলবার ন্যু ক্যাম্পে নামার আগে ভালো ছন্দে রয়েছেন রোনালদো। ডায়নামো কিয়েভের বিপক্ষে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ