ন্যাটোতে যোগ দিলে ফিনল্যান্ড-সুইডেনকে টার্গেট করা হবে, রাশিয়ার হুঁঙ্কার

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) যোগ দিলে ফিনল্যান্ড ও সুইডেন রাশিয়ার সম্ভাব্য টার্গেটে পরিণত হবে বলে হুঁঙ্কার দিয়েছে রাশিয়া।

জাতিসংঘে নিযুক্ত মস্কোর প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

অনলাইন প্রকাশনা আনহার্ডের সাথে একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “তারা (ফিনল্যান্ড-সুইডেন) জানে যেমুহুর্তে তারা ন্যাটোর সদস্য হতে যাচ্ছে, যা রাশিয়াকে নির্দিষ্ট আয়নায় চলার ইঙ্গিত দেবে।”

“যদি সেই অঞ্চলগুলোতে ন্যাটোর বিচ্ছিন্নতা থাকে তবে এই অঞ্চলগুলো একটি লক্ষ্যবস্তুতে পরিণত হবে বা হামলার একটি সম্ভাব্য লক্ষ্যে পরিণত হবে,” বলেন দিমিত্রি পলিয়ানস্কি।

তিনি আরও বলেন,“তারা বিগত দশ বছর ধরে আমাদের সাথে ভালো প্রতিবেশী হিসেবে বাস করে আসছিল। যদি তারা হঠাৎ করে অবন্ধুসূলভ ব্লকের অংশ হওয়ার পখ বেছে নেয়, তবে এটি তাদের নিজস্ব ব্যাপার।”

 

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন