নৌ পুলিশের অভিযানে ৬০ মণ জাটকা জব্দ, আটক ৬

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা ইলিশ ও রেণু জব্দ করেছে নৌ পুলিশ। এসময় অবৈধ জাটকা বহনের দায়ে ৬ জনকে আটকা করা হয়।

আজ শনিবার (২০ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালায় মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির আইসি জি এম সিরাজুল কবিরের নেতৃত্বে একদল নৌ পুলিশ।

পরে জব্দ জাটকা বিভিন্ন মাদ্রাসার এতিম ও গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।

সিরাজুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তাঁরা মাওয়ার কাছে পদ্মা নদীতে অভিযান চালান। এ সময় শরীয়তপুরের সুরেশ্বর থেকে মাওয়াগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে ৬০ মণ জাটকা ইলিশ ও রেণু জব্দ করা হয়। আর এসব জাটকা ও রেনু  বহনের দায়ে ৬ জনকে আটক করা হয়। তাদেরকে মৎস্য আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।

 

সুত্রঃ কালের কণ্ঠ