নৌকা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়: এমপি রাব্বানী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহা. গোলাম রাব্বানী বলেছেন, ১৫ আগস্টে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছে। তারা উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিমর্মভাবে হত্যা করে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিল। আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর মাদ্রাসা থেকে গোপালনগর বাবুপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যন্ত ৫২ লাখ ৭ হাজার টাকা ব্যয়ে এলজিইডির বাস্তবায়নে প্রায় এক কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১০ সালে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়টি স্থাপিত হয়ে আজকে জাতীয়করণ করা হয়েছে। এছাড়া স্কুল, কলেজ, মাদরাসায় উন্নয়নমূলক কর্মকান্ড, শিক্ষা সহায়তা বাস্তবায়ন করতে পেরেছি। নৌকা ক্ষমতায় গেলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। ফলে জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা জানাতে হবে। জনগণ এ দেশে আর কখনো স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দিবে না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক হয়েছি।

সমাবেশে শ্যামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম চৌধুরী ডিউক, সাংগঠনিক সম্পাদক আবদুল বাসির, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিন সালেহ বাবুল, সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ, আফজাল হোসেন মাষ্টারসহ অন্যরা।

স/শা