নৌকাকে ফেল করানোর ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে শিঘ্রই ব্যবস্থা: ফারুক চৌধুরী

গোদাগাড়ী প্রতিনিধিঃ
রাজশাহী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ওমর ফারাুক চৌধুরী বলেছেন,”  কিছু ব্যক্তি যে ষড়যন্ত্রমূলক রাজনীতি করছেন, তারা আসলে নৌকাকে ফেল করানোর রাজনীতি করছেন। তাদের এই নোংরা রাজনীতির কথা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের কাছে পৌঁছে গেছে, খুব শিঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 মঙ্গলবার বিকেলে গোদাগাড়ী উপজেলার নবাই বটতলা কেন্দীয় কমিটির উদ্যোগে রক্ষাকারিণী মা মারিয়া তীর্থ-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন।
তিনি আরো বলেন, তারা হলো আগাছা, আপনারা যেন আগাছা উপড়ে ফেলে দিতে পারেন, সেই ব্যবস্থা আমি করবো। যারা প্রকৃত। আওয়ামী লীগ করে, তারা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে পারে না।
ফারুক চৌধুরী বলেন, আদিবাসিদের মধ্যে ৯৯ শতাংশ মানুষ আওয়ামী লীগের মানুষ। তাই আগামী নির্বাচনের জন্য আজ থেকেই নৌকার পক্ষে আওয়াজ তুলতে হবে, নৌকাকে জয়যুক্ত করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রীর চেয়ারে বসাতে হবে।
অনুষ্ঠানে ফাদার মাইকেল কোড়াইয়ার সভাপতিত্বে  আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ ওয়ায়েশী কেটু, গোদাগাড়ী  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, তানোর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইমন মন্ডল, গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়েজুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স/অ