নোয়াখালীতে আ’লীগের দুপক্ষের সংঘর্ষে আহত ১২

আধিপত্য বিস্তার কেন্দ্র করে নোয়াখালীর সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের করমুল্যাবাজারে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এওজবালিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মান্নান ও বাবুল ডাক্তারের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বৃহস্পতিবার রাতে বাকবিতণ্ডার জেরে উভয়পক্ষের মধ্যে করমুল্যাবাজারে সংঘর্ষ হয়।

এতে আবদুল হক (৪৮), মো. সিরাজ (৫৫), আবদুর রহমান (৫০), কামাল উদ্দিন (৩২), জাহাঙ্গীর আলম (৩৭), দেলোয়ার হোসেন (২৫), সালাহউদ্দিন (১৯), শহিদুল্লাহ (৪০), লিটন (২৭) ও সিরাজসহ (৪৫) অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে আবদুল হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের নোয়াখালী জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি যুগান্তরকে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সূত্রঃ যুগান্তর