নেপালি শিক্ষার্থীর নামে জিডি করল ঢাবি প্রশাসন

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নেপালি শিক্ষার্থীকে বিতাড়িত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলো প্রশাসন। একই সঙ্গে ভাঙচুর ও প্রাধ্যক্ষের সঙ্গে অসদাচরণের দায়ে ওই শিক্ষার্থীর নামে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় এ জিডি করা হয়। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

বিতাড়িত ওই নেপালি শিক্ষার্থীর নাম ডা. সন্দ্বীপ পাণ্ডে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষার্থী।

গত তিন বছর ধরে তিনি অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলে অবস্থান করছিলেন।

ঢাবি প্রশাসনের করা সাধারণ ডায়েরিতে বলা হয়েছে, নেপালি ছাত্র ডা. মায়াক আচারিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে তার বন্ধু ডা. সন্দ্বীপ পাণ্ডে ২০১৬ সালের ২৭ জুলাই থেকে পিজে হার্টগ ইন্টারন্যাশনাল হলের ১৩০ নম্বর কক্ষে অতিথি শিক্ষার্থী হিসেবে অবস্থান করছেন।

সন্দ্বীপ মাদকাসক্ত। কয়েক দিন আগে হলের টিভি কক্ষে ফুটবল খেলা দেখার সময় তিনি তিনটি চেয়ার ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন।

এ ঘটনার পর দিন হল প্রাধ্যক্ষ ওই শিক্ষার্থীকে ডাকলে তিনি প্রাধ্যক্ষের সঙ্গেও অসদাচরণ করেন। এ ছাড়া তিনি হলের কর্মকর্তা-কর্মচারীদের দিকে ছুরি নিয়ে তেড়ে যান। সন্দ্বীপের এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী।