নেইমারের জোড়া গোলে পিএসজির বড় জয় (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

নেইমারে এলার্জি জমে গিয়েছিল পিএসজির কর্মকর্তাদের। তাকে ছাঁটাইয়ের চিন্তাভাবনাও চলছিল।  আর সেই নেইমারও মাঠের পারফরম্যান্স দিয়ে বোঝালেন, ‘দেখ, কাকে ছেড়ে দিতে চেয়েছিলে তোমরা!’

আগের ম্যাচে নিজে এক গোল করেন, আরও তিনটি গোলে ছিল তার এসিস্ট।  সেই ধারাবাহিকতা ধরে রাখলেন শনিবার রাতের ম্যাচেও।

এবার মঁপেলিয়ের বিপক্ষে জোড়া গোল করলেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার।  তার দুর্দান্ত পারফরম্যান্সে মঁপেলিয়েকে ৫-২ ব্যবধানের বিশাল জয় পেয়েছে পিএসজি।

বাকি তিনটি গোলের মধ্যে একটি করেছেন এমবাপ্পে ও রেনাতো সানচেজ।  আরেকটি গোল এসেছে আত্মঘাতী (ফালায়ে সাকো)। মঁপেলিয়ের পক্ষে দুটি গোল শোধ করেছেন ওয়াহবি খাজরি, জিয়ান্নি শ্যাটো এমবিয়াই।

নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখিয়েছে পিএসজি। ম্যাচে পিএসজির গোল হতে পারত আরও বেশি। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি পেয়েও সেটি কাজে লাগাতে পারেননি এমবাপ্পে।

এর দুই মিনিট পর লিওনেল মেসির দারুণ ফ্রি-কিক অসাধারণ ক্ষিপ্রতায় ফেরান মঁপলিয়ের গোলরক্ষক।
৩৯ মিনিটে ফালায়ে সাকোর আত্মঘাতী গোলে লিড পায় পিএসজি। এমবাপ্পের নিচু ক্রস নিজেদের জালে জড়িয়ে দেন সাকো৷

বিরতিতে যাওয়ার আগে সেই সাকোর কারণেই দ্বিতীয় গোলটি পায় পিএসজি। ডি-বক্সে সাকোর হ্যান্ডবল হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫১ মিনিটের সময় দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটিও করেন নেইমার।
আশরাফ হাকিমি হয়ে নেইমারের পায়ে আসে বল, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও কোনো ভুল করেননি।

মিনিট সাতেক পর একটি গোল শোধ করেন ওয়াহবি খাজরি। ওয়াহির শট ঠেকালেও জিয়ানলুইজি দোন্নরুমা বলটা আয়ত্তে আনতে পারেননি পুরোপুরি। তা চলে যায় খাজরির কাছে। সহজ ট্যাপইনে একটি গোল শোধ করেন খাজরি।

৬৯ মিনিটে বক্সে নেইমারের বাড়ানো বল জালে জড়িয়ে দেন এমবাপ্পে।  তার এই গোলের হালিপূরণের মাধ্যমে জয় প্রায় নিশ্চিত করে ফেলে পিএসজি।

ম্যাচের ৮৭ মিনিটে শেষ গোল করেন রেনাতো সানচেজ। অতিরিক্ত যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পরাজয়ের ব্যবধান কমান এনজো জিয়ান্নি।  ফলে তিন গোলের ব্যবধানে জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফরাসি চ্যাম্পিয়নদের।

ম্যাচ হাইলাইটস দেখুন —

 

সুত্রঃ যুগান্তর