নুরকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তারের দাবি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ। তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যের সঙ্গে গোপন বৈঠকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। রবিবার রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি। এ সময় নুরুল হক নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ দায়ের করেছেন বলে জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মঞ্চের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন মজুমদারসহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতারা।

সভাপতির বক্তব্যে আমিনুল ইসলাম বুলবুল বলেন, সংবাদমাধ্যমে নুরুল হক নুরের কথোপকথন থেকে স্পষ্ট বোঝা যায় তিনি মেন্দি এন সাফাদের সঙ্গে বৈঠক করেছেন। নুর বিভিন্ন সময় ধর্মীয় লেবাস নিয়ে অনেক কথাবার্তা বলে থাকেন, ইসলামের স্বপক্ষে অনেক কথা বলেন। তিনি কীভাবে ইসরায়েলের মতো একটা দেশের গোয়েন্দা সংস্থার সাথে বৈঠক করেন, তার অবস্থান সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে। আমরা বিশ্বাস করি নুর মোসাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সরকারের উত্ঘাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ সরকারের কাছে দাবি জানাচ্ছে অনতিবিলম্বে নুরকে দেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা।

সাধারণ সম্পাদক আল মামুন বলেন, যারা ফিলিস্তিনে লাখ লাখ মানুষকে হত্যা করেছে সেই ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে নুরুল হক নূর বৈঠক করে এদেশের ইসলামের বিরুদ্ধে যড়যন্ত্র করছে। কিন্তু আমাদের দেশের ইসলামপন্থী কোনো দল এ নিয়ে কোনো কথা বলেনি। এ থেকে প্রমাণিত হয় এদেশের তথাকথিত ইসলামি দলগুলো ইসরায়েলের টাকায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হয়। এই ধর্মকে ব্যবহার করে, দেশের মানুষের আবেগকে পুঁজি করে যারা ধর্মের নামে অপরাজনীতি করে তাদের রুখে দেওয়ার এখনি সময়। আমরা নুরুল হক নূরকে দিয়ে শুরু করতে চাই। সরকারের কাছে দাবি জানাচ্ছি তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার ও বিচারের আনা।

সূত্র: কালের কণ্ঠ