নির্বাচনে মনোনয়ন না পেয়ে অভিমানে দল ছেড়ে মাথা মোড়ালেন নেত্রী!

ফের প্রকাশ্যে এল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। এবার মনোনয়ন না পেয়ে দল ছেড়ে মাথা মুড়িয়ে ফেললেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। এ নিয়ে কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ২০১৮ সাল থেকে কেরালার মহিলা কংগ্রেসের সভাপতি পদে থাকার পরও তাকে টিকিট না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এমনই এক সিদ্ধান্ত নেন এই নেত্রী। ৬ নির্বাচন সামনে রেখে কংগ্রেসে এই অন্তর্দ্বন্দ্ব নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে।

লতিকা জানান, জীবনের দীর্ঘ ২০ বছর তিনি দলকে দিয়েছেন। পথে, ঘাটে নেমে এতদিন তিনি মানুষের সেবা করেছেন। দলের জন্য প্রাণপাত করেছেন। কিন্তু দল তাকে যোগ্য মর্যাদা দেয়নি।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন