নির্বাচনের তফসিল পেছানোর চিঠি নিয়ে ইসিতে ঐক্যফ্রন্ট

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর জন্য নির্বাচন কমিশনে চিঠি নিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার (৩ নভেম্বর) বিকেলে গণফোরামের প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম পথিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সই করা চিঠি নিয়ে আমি নির্বাচন কমিশনে যাচ্ছি।’ তবে চিঠিতে তফসিল কতদিন পেছানোর অনুরোধ করা হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
রফিকুল ইসলাম বলেন, ‘চিঠিতে কতদিন নির্বাচনের তফসিল পেছানোর কথা বলা হয়েছে তা আমার জানা নেই।’

প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের পক্ষ থেকে সাত দফা ও ১২টি লক্ষ্য উপস্থাপন করা হয়।