নিত্যপুরাণে একক দ্রৌপদী চুমকী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামীকাল বৃহস্পতিবার আবারও প্রদর্শিত হতে যাচ্ছে ‘নিত্যপুরাণ’। ২০০১ সালে ‘দেশ নাটক’ মঞ্চে আনে নাটকটি। শুরু থেকে এ পর্যন্ত নাটকটিতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করেছেন শিরিন খান মনি, নাজনীন হাসান চুমকী, বন্যা মির্জা ও সুষমা সরকার।

এবার আর চার অভিনেত্রী একসঙ্গে নয়, একজনই অভিনয় করবেন দ্রৌপদী চরিত্রে। নাজনীন হাসান চুমকী এবারের প্রদর্শনীতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন।

নাটকটির নাট্যকার ও নির্দেশক মাসুম রেজা বলেন, ‘গত ১৭ আগস্ট আমরা একটু অন্যরকম নিরীক্ষা করেছিলাম। দর্শক দারুণভাবে সেটি গ্রহণ করেছেন। চার দ্রৌপদীকে একসঙ্গে দেখার জন্য মিলনায়তনে দর্শকের ভিড় ছিল।’

তিনি আরও বলেন, আগামী ৩০ আগস্ট শুধু চুমকীই দ্রৌপদী চরিত্রে অভিনয় করবেন। ৩০ আগস্ট হবে দ্রৌপদীর ৫০তম শো। যার জন্য এ দিনটি চুমকীর জন্য হবে একটি বিশেষ দিন। প্রসঙ্গত, ‘নিত্যপুরাণ’ নাটকে একলব্য চরিত্রে অভিনয় করতেন গুণী অভিনেতা দিলীপ চক্রবর্তী। ২০১২ সালে তিনি প্রয়াত হন। তার মৃত্যুর পর বেশ কয়েক বছর নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল।